শিরোনাম
২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাটে দিনভর বিভিন্ন উৎসব মুখর কর্মসূচি পালনের মাধ্যমে ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালিত হয়
বিস্তারিত
সম্মানিত তত্ত্বাবধায়ক স্যার ডাঃ অসীম কুমার সমাদ্দার এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের সহকারী পরিচালক, কনসালটেন্ট বৃন্দ, আবাসিক মেডিকেল অফিসার ও অন্যান্য মেডিকেল অফিসার বৃন্দ, নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
র্যালি শেষে কেক কাটা হয় এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের জন্য ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হয়।
হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। হাসপাতাল প্রাঙ্গন রং বেরঙের ফুল ও বেলুন দিয়ে সুসজ্জিত করা হয় এবং আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।
শিশু দিবস উপলক্ষে তত্ত্বাবধায়ক স্যার হাসপাতালে সেবা নিতে আসা শিশু কিশোরদের খেলাধুলা ও বিনোদনের জন্য হাসপাতালে শিশু ওয়ার্ডের পাশে Children's Play Corner এর শুভ উদ্বোধন করেন। এসময় শিশুদের মাঝে কেক, চকলেট ও ফল পরিবেশন করা হয়।
এরপর তিনি অত্র হাসপাতালে প্রচলিত এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি বিজ্ঞানসম্মত ইউনানী চিকিৎসা সেবার শুভ উদ্বোধন করেন ও সেবা গ্রহীতাদের মাঝে সরকারিভাবে সরবরাহকৃত ইউনানী ঔষধ বিতরণ করেন।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক স্যার সকলকে মুজিব আদর্শে উজ্জীবিত হয়ে যার যার জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব পরিপূর্ণ ভাবে পালনের মাধ্যমে সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের আহ্বান জানান।