✓বাগেরহাট জেলা হাসপাতালকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নিতকরণ
✓২৫০ শয্যার জনবল ও আর্থিক মঞ্জুরি সহ তত্ত্বাবধায়ক , সহকারী পরিচালক, সিনিয়র কনসালটেন্ট (গাইনী), কনসালটেন্ট (ইএনটি ও সার্জারি) নিয়োগ দেওয়া হয়েছে
✓১৯ জন নতুন ডাক্তার এবং ২০ জন টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে
✓১০ শয্যা বিশিষ্ট ICU, ২০ শয্যা Isolation Ward প্রস্তুত ও ১০ শয্যা ডায়ালায়সিস ওয়ার্ড প্রক্রিয়াধিন অবস্থায় রয়েছে
✓PCR Lab প্রক্রিয়াধিন অবস্থায় রয়েছে
✓মডেল মর্গ নির্মাণ করা রয়েছে
✓প্রতিদিন ২৫০ জন ভর্তি রোগীকে তিন বেলা খাবার প্রদান করা হচ্ছে
✓২৫০ শয্যার কাঠামো অনুযায়ী চিকিৎসক, নার্স ও কর্মচারীগণের আবাসিক কোয়ার্টার নির্মাণের জন্য সরকারি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভবন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে
✓পুরাতন ভবন সংস্কারাধীন রয়েছে
✓পুরাতন ভবনের তৃতীয় তলায় কনফারেন্স রুম গঠনের কাজ চলমান রয়েছে কালীন সময়ে এমপি মহোদয়ের ব্যক্তিগত অর্থায়নে ৩ টি ICU বেড ও প্যাথলজি বিভাগে Cell counter machine সংযোজন হয়েছে
✓সমস্ত জেলায় Oxygen Bank এর মাধ্যমে করোনা রোগীদের কে Oxygen সরবরাহ করা হয়েছে
✓করোনা রোগী সনাক্ত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে Sample Collection করা হয়েছে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস